Entrepreneur

Imran Exporter

দেশের ঐতিহ্য নিয়ে বিশ্বজয়ের পথে

About Imran Exporter

আমরা শুধু পণ্য নয়, পৌঁছে দিই আস্থা, গড়ে তুলি সম্ভাবনার সেতু

ImranExporter একটি বিশ্বস্ত রপ্তানি প্রতিষ্ঠান, যা বাংলাদেশি ফল, সবজি, ও অন্যান্য কৃষিপণ্য গ্লোবাল বাজারে পৌঁছে দেয় নিয়মিত। আর এর সাথে সুগন্ধি চাল থেকে শুরু করে প্রসেস ফুডের যাত্রাও শীঘ্রই শুরু হচ্ছে। গুণমান, সময়নিষ্ঠতা ও পেশাদারিত্ব—এই তিনটি মূল ভিত্তি নিয়েই আমাদের কাজ গড়ে উঠেছে।

আমরা শুধু নিজেরাই এক্সপোর্ট করি না—আমরা সহযোগিতা করি কৃষক ও নতুন এক্সপোর্টারদের।

দেশজ উৎপাদকদের কাছ থেকে সরাসরি কৃষিপণ্য সংগ্রহ করে তা এক্সপোর্টারদের কাছে পৌঁছে দেওয়ার একটি সেতুবন্ধন হিসেবে কাজ করি। এতে কৃষক পান ন্যায্যমূল্য, আর এক্সপোর্টাররা পান বিশ্ববাজার উপযোগী মানসম্মত পণ্য।

আমরা বিশ্বাস করি, প্রতিটি দেশীয় পণ্য বিশ্ববাজারে জায়গা করে নিতে পারে। এজন্য আমরা কাজ করি দায়বদ্ধভাবে—প্রতিটি প্রক্রিয়ায় ১০০% ডেডিকেশন দিয়ে।

আমরা দেখেছি, আমাদের সাফল্য অনেকে অনুপ্রাণিত হয়েছে । কেউ কেউ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে, কেউ কেউ নিজেই পথ খুঁজে নিচ্ছে। আমরা পাশে থাকি—নির্ভরতা নিয়ে, রপ্তানিতে আপনাদের প্রথম পা রাখতে।

চলুন একসঙ্গে এগিয়ে যাই। স্বপ্ন দেখি আরও বড় কিছু করার, বিশ্ব জয়ের।
দেশের রপ্তানি, বাড়বে আগামী।