আমদানি ও রপ্তানি ব্যবসা বাংলাদেশের অন্যতম লাভজনক ব্যবসাগুলোর একটি। দেশের বাইরে থেকে কোনো পণ্য আমদানি বা দেশের পণ্য রপ্তানি করতে হলে সঠিক লাইসেন্স থাকা আবশ্যক। আমদানির জন্য প্রয়োজন ইমপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট (আইআরসি) এবং রপ্তানির জন্য প্রয়োজন এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট (ইআরসি)। TRW Law Firm আপনাকে সঠিকভাবে আইআরসি ও ইআরসি প্রক্রিয়াকরণে সহায়তা করতে পারে। নিচে বিস্তারিত প্রক্রিয়া এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হলো।
আমদানি ও রপ্তানি লাইসেন্সের রেজিস্ট্রেশন পদ্ধতি

১. অনলাইনে আবেদন করাঃ
- প্রথমে বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে একটি আইডি খুলুন।
- আবেদনকারী’র নাম, মোবাইল নম্বর, ইমেইল এবং একটি পাসওয়ার্ড প্রদান করুন।
- ভেরিফিকেশনের পর ইউজার আইডি তৈরি হবে।
২. লাইসেন্স ফর্ম পূরণ করাঃ
- আইআরসি বা ইআরসি ফর্মটি পূরণ করুন।
- সঠিক তথ্য প্রদান নিশ্চিত করুন এবং প্রয়োজনীয় ডকুমেন্ট পিডিএফ ফরম্যাটে সংযুক্ত করুন।
৩. ফি পরিশোধ করাঃ
- অনলাইন ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে রেজিস্ট্রেশন ফি পরিশোধ করুন।
৪. লাইসেন্স সংগ্রহ করাঃ
- পেমেন্ট সম্পন্ন হলে রেজিস্ট্রেশন কপি ডাউনলোড করুন।
প্রয়োজনীয় ডকুমেন্টসমূহ
১. জাতীয় পরিচয়পত্র ও ছবি
- আবেদনকারী এবং কোম্পানির পরিচালকদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও সদ্য তোলা রঙিন ছবি।
২. পাসপোর্ট ও ওয়ার্ক পারমিট ভিসা
- বিদেশি পরিচালকের ক্ষেত্রে পাসপোর্ট ও ওয়ার্ক পারমিটের ফটোকপি।
৩. ট্রেড লাইসেন্স
- ব্যবসার অনুমতিপত্র হিসেবে ট্রেড লাইসেন্স আবশ্যক।
৪. ব্যাংক সলভেন্সি
- প্রতিষ্ঠানের নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট সংগ্রহ করুন।
৫. ইটিন সার্টিফিকেট
- অনলাইনে বিনামূল্যে ইটিন (TIN) সার্টিফিকেট তৈরি করুন।
৬. ভ্যাট সার্টিফিকেট
- VAT রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
৭. বাণিজ্য সমিতির সদস্যপদ
- স্বীকৃত ট্রেড অ্যাসোসিয়েশন থেকে বৈধ সদস্যপদ গ্রহণ করুন।
৮. আন্ডারটেকিং
- বিদেশি পরিচালকরা বাংলাদেশে অবস্থান না করলে এ মর্মে একটি আন্ডারটেকিং প্রদান করতে হবে।
লিমিটেড কোম্পানির ক্ষেত্রে অতিরিক্ত ডকুমেন্ট
- মেমোরেন্ডাম এবং আর্টিকেল অব অ্যাসোসিয়েশন।
- ইনকর্পোরেশন সার্টিফিকেট।
- ফরম-১২।
লাইসেন্স পেতে সময় ও খরচ
সময়: সঠিক আবেদন করলে ৭-১০ দিনের মধ্যে লাইসেন্স পাওয়া যায়।
0 Comments