এক্সপোর্ট কোথা থেকে শুরু করবেন

by | May 27, 2025 | Uncategorized | 0 comments

অনেকেই এখন এক্সপোর্ট করতে আগ্রহী; কিন্তু কোথা থেকে শুরু করবেন সেটা বুঝতে পারছেন না।

যেকোন ব্যবসা শুরু করার আগে আমাদেরকে অবশ্যই সেই ব্যবসার অপরচুনিটি ও রিক্স ফ্যাক্ট্ররগুলো ভালো ভাবে চেক করে নেয়া উচিত। আর ইন্টারন্যাশনাল ব্যবসায় আরো বেশি সতর্ক থাকতে হবে।

তাই শুরু করার আগেই একটা অনলাইন রিসার্চ/সার্ভে করুন, গুগুল/নেট ঘেঁটে কি প্রোডাক্ট এক্সপোর্ট করা যায়, কোথায় এক্সপোর্ট করা যায় এবং কার (বায়ার) কাছে এক্সপোর্ট করা যায় ইত্যাদি জানুন।

শুরুটা কিভাবে করবেনঃ

১) এক্সপোর্টেবল পণ্য নির্বাচন করুন (Product Selection)। প্রোডাক্টওয়াইজ সরকারি রপ্তানি নীতি/ইনসেন্টিভ কি আছে খোঁজ নিন।

২) টার্গেট মার্কেট সিলেকসন (Select Top 10 export markets)। সিলেক্টেড মার্কেটের সাথে আমাদের দেশের ব্যবসায়িক সম্পর্ক কেমন খোঁজ নিন।

৩) প্রয়োজনীয় কাগজ পত্র সহ লাইসেন্স করুন (Trade License, TIN, Bank A/C AD Branch, Association membership, ERC, BIN, EPB membership etc)।

৪) বায়ার সার্চিং শুরু করুন। এই পেইজে আনলিমিটেড ভিডিও আছে। সবচেয়ে ইমপর্টেন্ট পার্ট।শুধু এই বিষয়ের উপরে এক্সপার্টের সাহায্য নিন।

৫) শিপমেন্ট কোন মোড অফ ট্রান্সপোর্ট হবে, কোন বন্দর থেকে কোন বন্দরে পণ্য যায় ও কিভাবে যায় জানুন। আপনার নির্দিষ্ট পণ্যের HS Code, ইনকো-টার্ম (Inco-Term) জানুন। (DO Networking with C&F agent, Freight Forwarding Agent etc)

৬) পেমেন্ট টার্মস এবং শিপিং ডকোমেন্টস গুলো ক্লিয়ারলি জানুন (LC, TT, Pro-Forma Invoice, Commercial Invoice, Packing & Weight List, EXP, Certificate of Origin, Transport Documents B/L, AWB etc)

সবশেষে একটা কথা বলি, পরামর্শ নিন ঠিক আছে, কিন্তু সিদ্ধান্ত নিজে নিজের যুক্তি, বুদ্ধি, প্রোডাক্ট নলেজ ও পদ্ধতি গত বিষয়ে জেনে সিদ্ধান্ত নিন।

Written By

undefined

You Might Also Like

এক্সপোর্ট ইমপোর্ট ব্যবসা: কিভাবে শুরু করবেন এবং দ্রুত লাভবান হবেন?

এক্সপোর্ট ইমপোর্ট ব্যবসা: কিভাবে শুরু করবেন এবং দ্রুত লাভবান হবেন?

বাংলাদেশের এক্সপোর্ট ইমপোর্ট খাত প্রচুর সম্ভাবনাময়। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এক্সপোর্ট ইমপোর্ট ব্যবসাকে রাজকীয় ব্যবসা বলা হয়। এই লেখাটিতে এক্সপোর্ট ইমপোর্ট ব্যবসার বিস্তারিত আলোচনা করা হবে। এক্সপোর্ট ইমপোর্ট ব্যবসা কিভাবে করবেন এবং এই ব্যবসা শুরু করতে কি কি...

read more
এক্সপোর্ট ইমপোর্ট লাইসেন্স করার নিয়ম

এক্সপোর্ট ইমপোর্ট লাইসেন্স করার নিয়ম

আমদানি ও রপ্তানি ব্যবসা বাংলাদেশের অন্যতম লাভজনক ব্যবসাগুলোর একটি। দেশের বাইরে থেকে কোনো পণ্য আমদানি বা দেশের পণ্য রপ্তানি করতে হলে সঠিক লাইসেন্স থাকা আবশ্যক। আমদানির জন্য প্রয়োজন ইমপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট (আইআরসি) এবং রপ্তানির জন্য...

read more
কৃষকের মুখের হাসি বলে দেয় আলু রপ্তানি হওয়ায় কৃষক কতটা খুশি হচ্ছেন।

কৃষকের মুখের হাসি বলে দেয় আলু রপ্তানি হওয়ায় কৃষক কতটা খুশি হচ্ছেন।

কৃষকের উৎপাদিত আলু এবার পৌঁছে যাচ্ছে মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই, সৌদি সহ নতুন দেশ হিসেবে নেপালে। আজকের বগুড়ার রাস্তাঘাট গুলাতে যে পরিমাণ আলুর গাড়ি দেখলাম... অনেক অনেক চাপ বলা যায়, এক কথায় উৎপাদন চাহিদার থেকে ও বেশি হয়েছে। এত বেশি উৎপাদন হওয়াতে রপ্তানি ছাড়া...

read more

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *