কৃষকের উৎপাদিত আলু এবার পৌঁছে যাচ্ছে মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই, সৌদি সহ নতুন দেশ হিসেবে নেপালে।
আজকের বগুড়ার রাস্তাঘাট গুলাতে যে পরিমাণ আলুর গাড়ি দেখলাম… অনেক অনেক চাপ বলা যায়, এক কথায় উৎপাদন চাহিদার থেকে ও বেশি হয়েছে।
এত বেশি উৎপাদন হওয়াতে রপ্তানি ছাড়া কোন গতি নেই। আমি বার বার বলি রপ্তানি হলেই তবে কৃষক ভালো দাম পায়, কৃষকের মুখে হাসি ফুটে।
তাই কৃষক বাঁচাতে রপ্তানি করি, কৃষক সমৃদ্ধ দেশ গড়ি।
0 Comments